চোর চোর চোর
পালিয়ে গেল ভাই
কোন পথে যে কোথায় গেল
ক্যামনে তারে পাই?


চোর চোর চোর
নিয়ে গেল সব
জানলো না কেউ বুঝল না কেউ
শুধুই কলরব।


চোর চোর চোর
ঘরের দরজা খোলা
পাহারাদার কোথায় গেল
কোথায় রে মন ভোলা!


চোর চোর চোর
দাবড়ে তারে ধর
কে ধরবে কারে ধরবে
সামনে আঁধার ঘোর।


চোর চোর চোর
মিথ্যে কথার ঝুড়ি
ডাকাতটাকে আদর করে
চোরের তকমা জুড়ি।


চোর চোর চোর
ঘরের ভিতর থাকে
আপন না পর না খুঁজে ভাই
পাকড়ে ধরো তাকে।


চোর চোর চোর
আপন হয়না পর
আজকে যাকে ভাবছ আপন
খুঁড়ছে সে তোর গোর।


১৪ মার্চ ২০১৬; সোমবার; ০১ চৈত্র ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।