চারিদিকে মহাশূন্য, এতদিন বুঝিনি
যা দেখি সবই পরিপূর্ণ লাগে, অপূর্ণতার ছোঁয়া নেই
মাঠ ফসলে ভর্তি, নদী ভরা জলে
গোয়ালে গৃহপালিত, নয়তো ভরা যন্ত্রের কলে
পথঘাট, কল-কারখানা, অফিস আদালত
মানুষের মন, জন পরিবহণ, মাটিতে পানিতে হাওয়ায়
সব কিছু ভরে আছে, কোথাও গিজ গিজ।


এইসব পূর্ণতায় ডুবে থাকে মন, সারাক্ষণ
নিজেকে বিলক্ষণ ভুলে
তার ভিতরেই কোন মুহূর্ত নিজের জানান দেয়।
এতকিছু আছে, চারপাশে-আসলে কিছুই নেই
সময়ে সাড়া দেবে না বন্ধু-পরিজন, আত্মীয় স্বজন
সন্তান-সন্ততি, পাশ কেটে সন্তর্পণে চলে যাবে
যার জন্য প্রাণ আনচান করতো একদিন
সময়ে তার চোখ হবে মাছের চোখ, ভাষাহীন তাকাবে।


আজ যখন নিজেকে খুঁড়ছি, সবখানে ছায়া ছায়া কায়া
সকল আলো দূর কোথাও অপসৃত, আলো নয়
প্রচ্ছায়া-উপচ্ছায়া দৃষ্টিগোচর করে রেখেছে,
ভেসে আসা হাওয়া বড় ক্লান্ত, পাঁজরের হাঁপরের ক্ষুধা
মেটাতে পারে না, বুকের তৃষ্ণার জল তিতকুটে স্বাদ
তৃষিত বুকের জমিন; নিজেই অচিন নিজের কাছে
হাত বাড়ালে সীমাহীন শূন্যতা চারপাশে
আদিগন্তহীন। সমর্পিত হই শুধুই শূন্যতার কাছে।


২০ মার্চ ২০১৬; রবিবার; ০৭ চৈত্র ১৪২২
স্ফুরিত সময়//ঢাকা।