নিজের কথা বলো সখী নিজের কিছু বলো
কেমন করে পঙ্খী এসে বলল, উড়ি, চলো!
হাওয়ায় ওড়ে পাখির ডানা পরীর চুলও ওড়ে
পাখি-পরী উড়ে চলে অলকানন্দার ভোরে।
পাহাড় পেরোয় সাগর পেরোয় দূরে চাঁদের দ্বীপ
পাখি বলে থামি একটু ডানায় প্রেমের বিষ
ঠোঁটে পুরে খাবার আনে ঠিক যেভাবে ছানা
মুখে পুরে খেয়ে ফেলে মায়ের খোঁজ জানে না
পরীর চোখে আকাশ নীলের স্বপ্ন খেলা করে
পাখি কিন্তু জানে না কি ঘটবে কালকে ভোরে!
আবার উড়াল দেয়ার মত শক্তি ডানায় আছে?
আছে কোন পাখ্‌-শিকারী খুব নিকটে বা পাশে?
আশংকাতে ঘুম আসে না পাখির তস্থ চোখে
পরী কিন্ত প্রেমের নেশায় ঘুমায় ঘোরের বেশে।
এই পাথিটার ভালবাসা কাজের সুতোয় বাঁধা
জীবন যাপন পাখির কাছে স্বপ্ন এবং ধাঁধা।
অ পরী তুই চক্ষু খুলে পাখির কথাও ভাব
জীবন মানে আদান প্রদান, দায়িত্বের প্রভাব।
পরীর দেশে পাখির বেশে যখন দিলাম হানা
জীবন টাকে দেখতে পেলাম হলো সকল জানা।


বট ও পাকুড়/ঢাকা।
০৭ এপ্রিল ২০১৬/বৃহস্পতিবার/২৫ চৈত্র ১৪২২