কিছু সময় আসে জীবনে সাজানো রঙগুলো
একে একে নিজস্ব আকার পায়,
নিজস্ব আপেক্ষিক গুরুত্ত্ব নিয়ে স্পষ্ট হয়
সময়ের ক্যানভাসে, জলরং আরো মূর্ত হয়ে ওঠে।


পাশাপাশি বসবাসের রেখাচিত্র
টানাপোড়নের সবগুলো মিউটেশান
ডুব সাঁতারের প্রতিটি গতিপথ, অনুসন্ধিৎসা
একই চিত্রপটে ভিন্ন ভিন্ন অবয়বে গড়ে তোলে
জীবনের তৈলচিত্র, অদ্ভূত রঙের খেলা, রংবাহারি।


এই যে যাপিত জীবন, সময়ের কথকতা
নৈমিত্তিক পানাহার, কদাচার,
এত যে ঋতু বদল, শীত-গ্রীষ্ম-বর্ষা, এবং
লৌকিকতা ছেড়ে অলৌকিক আবহে ডুবে যাওয়া
এই তৈলচিত্রে আমরা সবাই একেকটি রঙের প্রবাহ।।


বট ও পাকুড়/ঢাকা।
১২ এপ্রিল ২০১৬/মঙ্গলবার/ ২৯ চৈত্র ১৪২২