১.  জীবন বেলা


কেউ বসে থাকে না, পাতা জন্মে পাতা ঝরে যায়
উড়ে চলে আনমনা হাওয়ায়, পরে থাকে ধুসরিত পথে
ফুল ফোটে রং বদলায়, ফলে ফসলে ভরে ওঠে কোল
কেউ থেমে থাকে না, গড়িয়ে চলে অবিরল।


স্বপ্নের ফানুস উড়েছে আকাশে দূর নক্ষত্রলোকের
অসীম সরণী ধরে....চেয়ে চেয়ে দেখেছি
এ ফানুস কি কোন একদিন ফিরে আসবে?
ধরা কি দেবে বাস্তব হয়ে, ভেবে ভেবে ফুরালো এক জীবন।


২. অজেয় বাঙালী


সব মিছিলের শেষ আছে, আছে সব সভার সমাপ্তি।
সব শপথের গন্তব্য আছে, আছে সব গন্তব্যেরও ইতি।
সব ঘোষণার পরিণতি আছে, আছে সব চেতনার প্রতিমূর্তি
সব সংগ্রাম শেষ হয় না, তবু চলে তার প্রয়াস অবিরাম
সব যুদ্ধ রক্তক্ষয়ের মুখোমুখি হয়, তবু যুদ্ধ কি পরিত্যাগ করে কেউ!
সব ত্যাগ সাফল্যের মুখ দেখে, কিন্তু সব ত্যাগীই কি মূল্যায়িত হয়?


আমাদের মিছিল ছিল মনে, আমাদের মিছিল ছিল পথে
আমাদের শপথ ছিল বজ্রের তাপে মজবুত, ছিল
আমাদের চেতনা স্বাধীনতার লক্ষ্যে অবিচল, ছিল নেতৃত্বে
আমাদের বিশ্বাস ছিল চেতনার রঙে রাঙানো, গন্তব্য ছিল সুনিশ্চিত
আমাদের ছিল লক্ষ লক্ষ ত্যাগী নিবেদিত প্রাণ,
মুষ্ঠিমেয় ছিল কুলাঙ্গার, তবু কূল নিয়ে হয়েছে বা
চলছে এখনো টানাটানি। সব জানি আমরা, সব কি মানি?
মানি বা না মানি, রক্তগঙ্গায় ধুয়ে মুছে উর্বর যে মৃত্তিকা
তার সাথে সংগ্রামে হেরে যাবে দুর্জনের নষ্ট সংকল্প,
তা ঠিক! তবু এভাবে অকৃতজ্ঞ হলে প্রকৃতি কি ছেড়ে দেবে!
প্রকৃতির প্রতিশোধ অমোচনীয়।
আমাদের আছে নজরুল, তাজ, আছে ক্যাপ্টেন, হেনা
আমাদের আছে মজিবর, বাংলার আলো-মাটি-জলকণা
আছে সপ্তসিন্ধু জয়ের মল্লভূমি মন, বাঙ্গালী লড়েছে
আজীবন, নীরবে, প্রকৃতির সাথে, দ্রারিদ্রের সাথে
সরবে লড়েছে খুব কম; তাতে কি! যেখানে লড়েছি
সাফল্যকে ধরে এনে নতজানু করেছি।
ভয় কি তবে লক্ষ্মীসোনা! এসো বাঁধো বুক, নষ্টামী ছেড়ে
বাংলার শুদ্ধ ছেলেরা নোংরামী করেনা; মজিবর সাথে যার
তার কোন হারবার ভয় থাকে না।
বিজয়ের গৌরবে লড়ে চলো, বাঙালী কখনো লড়াই এ হা-রে-না।।


বট ও পাকুড়//ঢাকা।
০৩ বৈশাখ ১৪২৩/শনিবার/১৬ এপ্রিল ২০১৬।


(১৭ এপ্রিল মুজিব নগর সরকারের জন্ম। বাংলাদেশের জন্মের ১ম সুগঠিত সংগঠিত আত্মপ্রকাশ। এটিই আমাদের বিজয়ের সৌধের ১ম ইট/পাথর/পদক্ষেপ। এ দিনটিকে বিশেষভাবে স্মরণ করছি। স্মরণ করছি বঙ্গবন্ধু, জাতীয় চারনেতা এবং বাংলাদেশের মহান মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ বা তারও অধিক শহীদ, নির্যাতিত-নিগৃহীত-লাঞ্ছিত ৩ লক্ষ কন্যা-মাতা-ভগ্নি ও গৃহবধূ ও তাদের মহান আত্মদান/আত্মোৎসর্গকে। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। শ্রদ্ধা জানাচ্ছি জীবিত লড়াকুদের। আর যারা বা যে সব রাষ্ট্র, সরকার, রাষ্ট্রের জনগণ ও বিশ্ব নেতৃবৃন্দ বাংলাদেশের এই জন্ম সংগ্রামে অর্থ, শক্তি, শ্রম, সমর্থন, সাহস ও স্বীকৃতি দিয়ে জন্ম ও বিজয়কে সার্থক করেছেন, তাদের সকলকে। জয় বাংলা।
============================
বিঃ দ্রঃ এই কবিতার সমুদ্রে আজ আমার এক বছর পূর্ণ/পূর্তি হলো। এসময়ে প্রায় ৩১০-৩১৮টি কবিতার জন্ম হয়েছে। এই নিয়েই আছি। যারা আমার কবিতাকে পড়েছেন, মন্তব্য দিয়েছেন, যাদের ভালো লেগেছে, যারা গঠনমূলক সমালোচনা করেছেন তাদের সব্বাইকে আমার প্রাণঢালা অভিনন্দন ও কুর্নিশ। আপনাদের ভালোবাসাই আমার প্রাপ্তি। এর বেশি কিছু চাই না। নতুন বাংলা বছরে বাংলা কবিতার সঙ্গে যারা আছেন (কবি ও কূশলী), সকলকে নববর্ষের শুভেচ্ছা।এই সাইটের এডমিনকেও আমার পক্ষ থেকে সম্মান জানাচ্ছি এবং শুভেচ্ছাও।
============================