বনের পাখি বনেই হারায় বনেই তার ঠিকানা
নদীর ঢেউয়ে মাছের নাচন, থাকে না তার সীমা
দিগন্তকে ছেয়ে ফ্যালে রাজহংসীর গ্রীবা
বিস্তীর্ণ সবুজ মাঠেই হারায় মন যদিবা
কী করে আর ঘরকুনো এই মানবরূপী শামুক
অন্তরালে থেকেই হারায় কত কালের পামুক।


বট ও পাকুড় (অনুসন্ধান)/ঢাকা
০৮ বৈশাখ ১৪২৩/বৃহস্পতিবার/২১ এপ্রিল ২০১৬।