এখানে দুর্নীতি করলে ভাগ্যে জোটে ব্যাংক দন্ড
এখানে সংবাদ সংগ্রহ করলে ভাগ্যে মেঘ দন্ড
এখানে বাংলাভাষায় কথা বললে বহিস্কার দন্ড
এখানে ধর্ষণ করলে হয় ধর্ষিতার আত্মহত্যা দন্ড
এখানে ধর্ষক ফেসবুক আর ইউটিউবে হাজির হন
তার মুখে শুনি কে কিভাবে সমরসেনাদের গাড়ীতে
লাথি হেঁকে মহাপাতক হন, অতএত ধর্ষকই সঠিক
এখানে লালন সঙ্গীত শুনলে পাবেন গঞ্জিকা দন্ড
এখানে বৈশাখী মেলায় গেলে হিন্দুয়ানী দন্ডের খড়্গ
এখানে ভালবাসলে চরিত্রহীন দন্ড, কিন্তু অসমর্থিত
যৌনসম্ভোগ কারো চোখে পড়ে না, ধর্মও নষ্ট হয়না
ফলতঃ কপালে জেটেনা কোনই দন্ড, তবে.......
এখানেেএসব কিছুই না করলেও দন্ড হতে পারে
আমি যদি মনে করি তুমি নাস্তিক, তুমি আমাকে
ডাকছ ঈশ্বরহীনতার সীমাহীন প্রান্তরে, তুমি মুরতাদ
তুমি কারো কোন ক্ষতি না করলেও তোমার জন্য
লেখা হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ দন্ড, কতল (মৃত্যু)দন্ড....


(একটি দাঁড়ি হীন কবিতা, দন্ড এখনো শেষ হয়নি)


বট ও পাকুড়//খোলা
১০ বৈশাখ ১৪২৩/শনিবার/২৩ এপ্রিল ২০১৬।