অনেক খেলা দেখছ তুমি অনেক খেলা ভাই
খেলা্ শেষে মাইক হাতে বলার জুড়ি নাই।
কেউ খেলেছে ডান হাতে আর কেউ খেলেছে বাঁয়ে
কেউ মেরেছে ছক্কা, চান্দু কেউ মেরেছে গায়ে,
কারো খেলা ওয়াইডের বন্যা বয়ে দেয়
কেউ বা আবার শূন্য পেয়ে প্যাভিলিয়ন পায়,
কেউ ভুলে যায় লাইন লেংথ বা ব্যাটিং এর স্কিল
কেউ বা অাবার ভাল খেললে অানুশকা দেয় খিল,
কন্যা পাওয়ার মহান সুখে সেঞ্চুরী নেয় কেউ
নানী মরার দুঃখে কেঁদে, বুক ভেসে দেয় ঢেউ।


আশে পাশে ছড়িয়ে আছে কত জুয়াড়ীর দল
তাদেরই কেউ টোপ ফেলে যায়, বাংলা শেখার ছল,
সাবধান ভাই সাবধান হও, বাঁচাও নিজের খুলি
তাদের জন্য উদাহরণ আজ মুস্তাফিজের বুলি,
উর্দু-ফার্সী, ইংরেজী নয় খাঁটি বাংলা ভাষা
তার জবানে ভেসে ওঠে আমার বুকের আশা।


‘সবাইকে অনেক ধন্যবাদ (ভাই) ভালো হইছে গেম
সবাই অনেক এনজয় করছে, অনেক ধন্যবাদ নেন
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য থ্যাঙ্ক''
জয়তু বালক মোস্তাফিজুর, এবার জয় হোক র‌্যাঙ্ক।


বট ও পাকুড়/ঢাকা
১১ বৈশাখ ১৪২৩/রবিবার/২৫ এপ্রিল ১৪২২