এবার তোরা জাগ, মৌলবাদের থাবার ভিতর তোলরে দ্রোহের ডাক
এবার তোরা জাগ, স্খলনের মুখের উপর মার সজোরে লাথ।
যেদিন থেকে রাজশাহীতে শকুন বসেছে
সেদিন থেকে এই মাটিতে রক্ত ঝরেছে
যেদিন দেখি জামিল আক্তার রতন মরেছে,
শকুন পাখায় অশনির ডাক মানুষ শুনেছে।
আজকে তোদের বুকে, শেল বিঁধেছে তবুও কি দিবি না জোর হাঁক!
ফুলের বাগান চষে খাচ্ছে দ্যাখো ভিনদেশি সেই অবাঙ্গালীর ছাগ।
ভাই বন্ধু বোনরা আমার আর থেকো না বসে
নতুন শপথ নাও, দু ‘হাতে বজ্র ধরো কষে
সপাং সপাং চালাও হাওয়ায়, কঠিন করো ব্রত
ফুল বাগানকে বাঁচাতে ছাগ নিধনে হও রত।
দেয়ালে পিঠ ঠেকা, এবার তোমার পেছানোর পথ বন্ধ হয়ে আছে,
সামনে এগোও তরুণ, তোমাদের এই জাগরণের সময় এসে গেছে।।


বট ও পাকুড় (অনুসন্ধান)/ঢাকা (মনে রাজশাহী)
১৪ বৈশাখ ১৪২৩/বুধবার/২৭ এপ্রিল ২০১৬।