মহাকালের মহাপথের মাঝে
একটা সুড়ঙ্গ দেখছি, ব্লাকহোল
সবকিছু সেঁধিয়ে যাচ্ছে, নিকষ অন্ধকারে।
কেউ কি দেখতে পাচ্ছ? না পেলে আরো ভয়।
সুড়ঙ্গের দ্বার প্রান্তে সভ্যতার আলো
শুষে নিচ্ছে একে একে সবাইকে
আলো সমেত আলোর পথের যাত্রীকে।


সুড়ঙ্গের শেষটার খোঁজ শুরু করো
একটা এক্সিট তো চাই! যত দ্রুত জানবে
তত দ্রুত মঙ্গল। সময় হাতে নাই।