আলোরে তুই কত্তো ভালো সরিয়ে আঁধারটাকে
দেখিয়ে দিস কালোদের মুখ শাদা মুখোশের ফাঁকে
তোর আগমন কাঁপিয়ে তোলে ছদ্মবেশী সাধু
তোর আঘাতেই পালিয়ে বাঁচে রাতের কত রাহু।


আলোরে তোর পথের পাশে মিছিলের মুখ গুলো
হঠাৎ করেই কখন যেন হারিয়ে যাওয়া শুরু
আজকে যাদের কাঁধের পাশে কাঁধ মিলিয়ে থাকি
অন্ধ রাতে ঘোষণা ছাড়াই নেই সে তাকিয়ে দেখি।


সেই হারানো সতীর্থকে পথের পাশে পাই
যেখানটাতে গর্ত অনেক কোনই আলো নাই
আলোরে তোর উপস্থিতি কর্দমাক্ত মাটি
সাফ সুতরা করে তোলে, নকল করে খাঁটি।


আলোরে তুই আবেগী খুব বড্ড অভিমানী
এদিক ওদিক একটু হলেই ডাকিস পেরেশানি
তোকে ছাড়া চাই না কিছু কালো আঁধার জরা
তবুও তুই দূরে থাকিস, দিস না কাছে ধরা।


ও আলো তোর অপেক্ষা আজ প্রতীক্ষা রূপ নিয়ে
আমার ঘরের খিড়কী বেয়ে আসছে রশ্মি হয়ে
আমি চাইছি অপার আলো খেলুক উঠোন জুড়ে
তোর জন্যই প্রার্থনা তাই হৃদয় উজাড় করে।


বট ও পাকুড় (প্রার্থনা)/ঢাকা
২০ বৈশাখ ১৪২৩/মঙ্গলবার/০৩ মে ২০১৬।