তুমি আরেকটি দিন কাঁদো।
আজকে যে রাত কঠিন কালো
কাল সে দেখবে আলো
শুধু আরেকটি রাত কাঁদো।


তোমার কান্না শুকিয়ে আবার
শস্য ফলবে মাঠে
সূর্য আবার উঠবে ঠিকই
কষ্ট নদীর বাঁকে।


তুমি আরেকটি ভোর প্রার্থনাতে
নুব্জ্য করো দেহ
প্রার্থনাতে আল্লাহ্‌ খোদা
মুখটি তুলবে দেখো।


চার দশকের শোকের মাতম
পেরিয়ে সুসংবাদে
আবার তোমার চোখের কোণা
সুখের অশ্রু পাবে।


তুমি আর ক’ঘন্টা জাগো।
নরঘাতকের ফাঁসীর দন্ড
বহাল থাকবে ভাবো
তুমি ধৈর্য্য ধরো মাগো।


বট ও পাকুড় (প্রত্যাশা)
২১ বৈশাখ ১৪২৩/বুধবার/০৪ মে ২০১৬/ঢাকা।