মরা গাছে ফুল ফুটেছে আগুন রাঙ্গা ফুল
কখনও তা সূর্য ভেবে হতেও পারে ভুল
দুঃখ দিনের সূর্যটাকে ঘুম পাড়িয়ে রেখে
অবাক একটি সূর্যোদয়ের অপেক্ষা দুই চোখে
ধীরে ধীরে সেটার আলো ছড়িয়ে যাচ্ছে পথে
দেখার সে চোখ ফেরাবে না বিফল মনোরথে
আগুন জলে মিশেল হলে এমন পুষ্প ফোটে
তেমন ভাগ্য থাকলে সেটার পুনর্জন্ম ঘটে।
একাত্তরে ফুটেছিল প্রথম বার সে ফুল
আজকে আবার দেখছি সেটার নতুন হুলস্থূল।
রাহুমুক্তি ঘটছে দেখে রাহুর নিদ্রা নেই
ঘরে ঘরে তাই দিচ্ছে হানা বীভৎস মুখেই
দাঁড়াও বাছা সবুর কর, এবার বিরাম নাও
সামনে আসছে যাবার সময় আল্লাহ্‌র গান গাও।


বট ও পাকুড় (প্রত্যাবর্তন)/ঢাকা
২২ বৈশাখ ১৪২৩/বৃহস্পতিবার/০৫ মে ২০১৬।