পানি আনো, দড়ি আনো,
কোরান আনো, আনো অানো
পাকা কলা, মবিল গ্রীজে
হাসছে রশি ভূঁড়ি ভোজে।


প্রতিবছর এমন করে
ভোগে যদি খানা ভরে
বাক বাকুমে আকাশ মাতে
রশি কিংবা মাচান টাতে।


ধীরে ধীরে জ্বলছে আলো
খট খটিয়ে নড়ে তোরং
টেনে টুনে দেখছে মশায়
কখন আসবে মাহেন্দ্র ক্ষণ।


গরু এখন ঢাকার খাঁচায়
ময়লা দেহ ধৌত করো
পাওনা দেনা থাকলে সেটা
এই এখনি দাবী করো।


চলে গেলে আর পাবে না
মাফ করোনা পাওনা কোনো
শোধ যদি সে না-ই করে
খোদার কাছে আর্জি করো।


আতর আনো সুরমা অানো
কালোর জন্য সাদা কাফন
বাইরে রাখো মাইক্রোবাস
লাইন করে অপেক্ষ জন।

বট ও পাকুড় (নন্দন বন্দনা)/ঢাকা।
২৫ বৈশাখ ১৪২৩/রবিবার/০৮ মার্চ ২০১৬।