খাদ্য চাইলে ঝুটা দিবি, পরতে চাইলে ছেঁড়া প্যান্ট
রোগে মরি ঝাড় ফুঁ দিবি, শিখতে চাইলে বলবি, ‘ক্যান?’
‘‘খায়া পইর‌্যা হয়না রে তোর ভীমরতি কার বুদ্ধিতে
পড়তে চাইলে কোরান পড় অার হবে দলে যোগ দিতে।’’


‘‘খাবি দাবি আল্লা খোদা মন ভরে তুই শিখে নিবি
ভাল করে বলতে শিখলে ওয়াজের জন্য ডাক পাবি
আখিরাত আর দুনিয়াবি সব মোকামে ঘর হবে
তাগুতিদের বিধান জেনে একূল ওকূল দুই যাবে।’’


অধিক বিদ্যা ধর্ম নাশা চোখে বানায় ঘুল ঘুলি
সেই ফুকারের রন্ধ্র পথে আসে আলো মল ধুলি
যেটুক জানলে আল্লাহ্‌ খুশি তারচে’ জানা কী দরকার
এসব যারা জানতে চায়রে তারা নাস্তিক ও ব্লগার।’’


ঠুলি পরা দু’চোখ সঙ্গে চিন্তাভরা মগজ মাথা
এই পৃথিবীর অগ্রপথে হয়ে দাঁড়ায় জোর বাধা
এসব ঠেলে এগিয়ে গেলে ঘর দোরে দেয় হানা
তবুও সামনে কদম বাড়া অগ্রসেনা ভাঙ্গ মানা।


বট ও পাকুড় (হ্যাকড্‌ ও পুনরুদ্ধার)/সাইবার ঢাকা
২৯ বৈশাখ ১৪২৩/বৃহস্পতিবার/১২ মে ২০১৬।