ধেয়ে আসছে কালবায়ূ, কিছুই ছাড়বেনা
আনোয়ারা বাঁঁশখালী, কিংবা সেলিম ওসমান গোলা
ওসমানিয়া বংশ গেছে একশ বছর হলো
আরেক ওসমানের পোলার হাতে নতুন ঝান্ডা তোলা।


স্বপ্নগুলো সেই করে লুট হয়ে গেছে, বাইরে
তরতাজা শাক সবজীর চাষ, বিষ নিয়ে ভাবনা ভেবো না
যা দেবে তাই খেতে হবে, সামনে মাহে রমযান
ব্যবসায়ী ইমানদার, সংযমী করার জন্য, উচ্চমূল্য কমেনা।


চোরে চোরে মাসতুতো ভাই, শুনেছি শৈশব থেকে
মোসাদ কিংবা হরকাত যাই বলো, হিসেবে মেলেনা
আসলে গোড়াতেই গলদ, চোর নাকি ধর্মের কানা
ঘরে থেকে মা বেরিয়ে এসে বলবে আমরা চোর না।


আমাকে যতই ঢিল ছোঁড়, সত্যের নামাবলী গায়ে
আসলে সত্য আর মিথ্যা গুলিয়ে ফেলেছি জন্মলগ্নে
তোমাকে শাস্তি দিচ্ছি, লোকসমক্ষে শিক্ষক পায়ে
লুটিয়ে কান ধরে মাফ চাচ্ছে, এবার মুনাফার ভাগ নে।


বট ও পাকুড় (ঘোমটার বাইরে)/ঢাকা।
২০ মে ২০১৬/শুক্রবার/৬ জ্যৈষ্ঠ ১৪২৩