আয়ে না বালাম ক্যায়া করুঁ সজনে
বসে বসে বৃষ্টির ছন্দ গুনি
দু’ফোঁটা জল পড়ে, শব্দ শুনি
হা-হুতাশে ঘড়ির কাঁটা কেঁদে যায়, হায়!
এমন ক্ষণজন্মা বৃষ্টির ফোঁটা সহসা কি দেখা যায়!


ছাদে বসে থাকি শুধু ভিজব বলে
ভিজে যাই রোদ্দুরে ঘেমে নেয়ে একাকার
গাছগুলো সব জানে সবুজের কারবার
আমি বসে থাকি হাত গুটে
অপেক্ষায়, কবে যেন ঝড়ো হাওয়া এসে জোটে!


বর্ষার আর কত বাঁকী সখা, তুমি চখি আমি চখা
আবারো জন্মাবে সুকামল ঘাস, তৃণলতা
ফড়িংয়ের দল বেরোবে আহারে, বাহিরে
ভেজা মাটি ঠোঁটে ঠেলে ইমারত
পাশে বসে দেখি প্রকৃতির চারুকলা, এ বেলা
আয়েনা বালাম ক্যয়া করুঁ সজনে
কিসে আপ ক্যহতিহে আসিয়া!!


বট ও পাকুড় (বিরতি)/ঢাকা
২৪ মে ২০১৬/সোমবার/০৯ জৈষ্ঠ্য।