বেঁচে থাকার আশায় মরি
বাঁচিয়ে রাখার শখে মারি
সত্য বোধে হত্যা করি
সত্যটাকেই হত্যা করি
মৃত্যু মানেই সকল শেষ
মৃত্যু শেষে নেই নিকেশ।


জীবনের গান গাইতে হবে
জীবন নিয়েই বাঁচতে হবে
বেঁচে থাকার আনন্দ ফুল
বাঁচিয়ে রেখে ফুটতে দাও
ফুলের সুবাস সবার বুকে
পরাণ ভরে ভরতে দাও।


তুমি আমি যেমন করে
পৃথিবীতে পা রেখেছি
চলেও যাব তেমন করে
রেখে সকল মায়ার টান
যে ক’টা দিন আয়ু আছে
আর খেলো না কানামাছি?
এসো বাজাই জীবন সুরে
ভালবাসার মোহন গান।


বট ও পাকুড় (সরল কথা)/ঢাকা।
১২ জৈষ্ঠ্য ১৪২৩/বৃহস্পতিবার/২৬ মে ২০১৬।