কঠিন কথা সহজ করে
সহজ কথা কঠিন করে
বলতে গেলে বাধে গোল
কি বলতে কি বুঝাই বা
কি বুঝাতে কি বলেছি
আকবর না হরি বোল!


মাইকেল বা রাম রহিম
কে রয়েছে কার সাথে
দেখলে গেলে ভিমরী খাই
পথ সভাতে তুলো ধুনি
পাঁঠার ঝোলে হুইস্কি টানি
গলায় গলা গাল মেলাই।


ভালবাসি মাটির কথা
বুঝতে চাইনা মাটির ব্যথা
বন্ধ করি নদীর জল
ইঙ্গ মার্কিন ইহুদী গালি
দিয়ে মুখে ফেনা তুলি
আসলে সব বাত কি বোল।


মনের কোণে পাপের টান
ভুলতে চাইলে হয়না ভোলা
শেষ বিচারে সব প্রকাশ
আমার আছে ভ্রান্তি বিলাস
চোখে উপর ঠুলির শাসন
দেখা হয়না সর্বনাশ।।


বট ও পাকুড় (পাশ ফেরা)/ঢাকা।
১৩ জৈষ্ঠ্য/শুক্রবার/২৭ মে ২০১৬।