কী লিখব? লিখে কী হয়? কে পড়ে বা বোঝে?
সবাই এখন দুইটি হাঁটুর ফাঁকে কাব্য খোঁজে।
কী লিখছি? কেন লিখছি? না লিখে কি ক্ষতি?
যাদের পিছে মানব সমাজ খুঁজছে অন্ধ রতি।
কী ভাবছি? ভেবে কী লাভ? ভাবায় কি হয় কিছু?
যাদের জন্য ভাবনা চিন্তা তারাই ছিলছে লিচু।
কী দেখছি? কেন দেখছি? না দেখলেই কী নয়?
দেখা-দেখিয় চোখের ক্ষতি ভস্ম হবার ভয়।
কী করছি? কেন করছি? করে কী ফল পাই?
হাতির পেটের অশ্বডিম্ব গাধায় ভাইজ্যা খায়।


না থাক লিখে, ভেবে, দেখে লাভ হবে না কোন
এখন বরং রেডিও খুলে আরজে ভাষ্য শোন
কার সাথে কার আংটি বদল করল কাকে বিয়ে
সময় কাটবে স্রোতের মত শূন্য মগজ নিয়ে।


বট ও পাকুড় (উচ্ছন্ন)/ঢাকা।
১৫ জৈষ্ঠ্য ১৪২৩/রোববার/ ৩০ মে ২০১৬।