স্বপ্নগুলো গুটিয়ে নিয়ে দুঃস্বপ্নে নামি
দৌড়ে চলি পাঁকের ভিতর স্রোতের মত ঘামি
কি পেয়েছি কি পেতে চাই আর ভাবি না মোটে
আর খুঁজি না কেমন করে স্বপ্ন কোরক ফোটে।


এখন আমার প্রস্থানটাই সব আয়োজন সেরা
যা নেবার তা নাও কুড়িয়ে সময়ও নেই ফেরা
এখন তোমরা গুছিয়ে নাও ছড়িয়েছিলে যেসব
রেডি রাখো মৌলভী আর পন্ডিত বা বিশপ।


টা টা সোনা দেখা হবে ওপার মেলার মাঠে
কাঁধে করে নিয়ে চলো শুইয়ে শেষের খাটে
মাফ করে দাও ভুল যা ছিল, দোষ করেছি যত
আমার মত মানুষটাকে ভুলেই মোছ ক্ষত।


বট ও পাকুড় (শ্রান্তি)/ঢাকা।
১৭ জৈষ্ঠ্য ১৪২৩/মঙ্গলবার/৩১ মে ২০১৬।