পাঠান পাঠান পাঠান তারে
যে যেতে চায় তার কাছে
লোক লজ্জা যার চোখে নেই
তার কেন যে চোখ আছে!


পাঠান পাঠান পাঠান দেখে
মনে পড়ে যায় পাঁঠা
খাসী দিয়ে খোদার নাগাল
না পেয়ে পায় ঠা-ঠা-ঠা।


পাঠান পাঠান পাঠান আজো
মগজ ভরে ওম ছড়ায়
পঁয়তাল্লিশ বছর গেলেও
তনু মনে পাক ভরায়।


পাঠান পাঠান পাঠান নিয়ে
আছি হরেক পেরেশানে
এসব যাদের ছোঁয় না মোটেও
তারা ছোটে পাঠান কোণে।


পাঠান পাঠান পাঠান কেন
যায় না চলে পাঠান কোট
মনের ভিতর মোগল পাঠান
এখনও চায় বাংলা ভোট।


পাঠান পাঠান পাঠান পুরুষ
এখনি ঠিক বদলা নেবে
আজকে যারা পাঠান-রত
কালকে তারা পাটনা যাবে।


বট ও পাকুড় (শিকড়)/ঢাকা
২১ জৈষ্ঠ্য ১৪২৩/শনিবার/৫ জুন ২০১৬।