তোমার জন্য হন্যে হয়ে মাজার পাহাড় বাজার হাট
খুঁজছি আমার হারিয়ে যাওয়া সুখের কাব্য রাজ্য পাট
তোমার জন্য চোখের পানি জমিয়ে রাখছি ডীপ ফ্রীজে
ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছি ভর দুপুরে কার ক্রীজে।


তোমার জন্য মাছির মতো পুঞ্জাক্ষী দু’চোখ আজ
কুকুর হয়ে খুঁজছি তাদের রেখে যাওয়া পায়ের ছাপ
আকাশ থেকে নামবে শকুন, মাটি থেকে ব্যাকটেরিয়া
রাতের নেকড়ে কিংবা শেয়াল বসে আছে ক্ষুধা নিয়া।


প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে শেয়াল শকুন পুষতে হবে
মাইক্রোওভেন, রাইস কুকার ঘরোয়া খাবার মেনু ছেড়ে
বার বি কিউ এর নেশাতে মন নতুন করে বাঁধতে হবে
ছেড়ে আসা পুরান পেশা তোমার জন্য আনছি ফিরে।


দেখা হবে একেকটি রাত শাওয়ার নেবার সময়টাতে
একলা তুমি দাঁড়িয়ে দেখো জল-আয়নার ওপাশ থেকে
ইচ্ছে হলেই বোলো কথা দাঁড়িয়ে থেকো হাসি মুখে
কেমন হচ্ছে রৌদ্র সিনান, দিন-রাত্রি-বাদাড় চষে।


তোমার সঙ্গে কথা বলব একেকটি রান হবার পর
তোমার রক্তে ভেজা জুতা ছুঁড়ছি যে মুখের উপর
এক বিন্দু রক্ত তোমার জ্বালুক আগুন জোনাক পোকা
সেই সে আগুন সেই রক্ত এখন হবে ফুলের থোকা।


বট ও পাকুড় (রূপকথা)/ঢাকা/০৮০৬২০১৬