শুভ হোক জন্মদিন আজ অরিত্র এসেছে
এই পৃথিবীর আলোকমালায় দু’চোখ মেলেছে
এই বিকেলের শ্যামল হাওয়ায় বুকের হাঁপর ভরে
নতুন করে শ্বাস নিয়েছে মায়ের শ্বসন ছেড়ে।
আজ থেকে তার নতুন করে শুরু বেঁচে থাকা
এমন দিনেই আঁকা হলো জীবন পথের রেখা।


আজকে তোমার অর্ধযুগের যাত্রা শুরুর কালে
আকাশ ভরা মেঘের ভেলায় আষাঢ় খেলা করে
সারাটি দিন মেঘ-রোদ্দুর কানামাছি খেলা
হাওয়ায় ভাসে পোড়া মাঠের তপ্ত দহন বেলা
একটুকু এক বৃষ্টি-ছাঁটে ভিজছে মনের পাতা
‘পুত্র আমার’ যাবার বেলায় দেখছি ছবির খাতা।


কত জীবন পার করে এই ধুলোর পৃথিবীতে
এসেছিলে পুত্র সোনা নতুন জীবন হাতে
এসেছিলে আজব গ্রহে, দেখতে যত নয়
তারচে’ বেশি আজব প্রাণী আছে গ্রহময়
তোমার পাশেই অাপন হয়ে ঘুরবে সারাক্ষণ
দেখে আপন মনে হবে যদিও নয় আপন।


দেখে ও শুনে চলতে হবে সুসজ্জিত বনে
চিনতে হবে আলো-আঁধার, আগুন-সোনা মনে
তোমার জীবন তোমার একার আর কারো তা নয়
তোমাকেই তা আগলে রেখে করতে হবে জয়
তুমিই হবে তোমার জন্য সবচে’ আপন জন
বেড়ে উঠবে মানুষ হয়ে আনবে উদ্দীপন।


বট ও পাকুড় (প্রজন্ম)/ঢাকা।
২৬ জ্যৈষ্ঠ ১৪২৩/বৃহস্পতিবার/০৯ জুন ২০১৬।