ভেঙ্গে ফেলো নিয়ম কানুন, আর মেনো না মানা।
মাথার উপর নীল চাদোয়ায় মেলে ধরো ডানা
কানের পাশে অবাক যে সব শব্দ খেলা করে
এক নিমেষে কলকাকলি ফেলো ছিন্ন করে
নৈঃশব্দ ধরুক ঘিরে অসহ্য সংযত
নিয়ম ভাঙ্গার এই বিকেলে ভাঙ্গুক পোষা ক্ষত
খুব ভাল হয় নিয়ম করে নিয়ম ভাঙ্গার মন
ধীরে ধীরে বেড়ে উঠুক, ধনুক ভাঙ্গার পণ
ছোট ছোট ভাঙন থেকে যাক না প্রলয় হয়ে
জীর্ণতা যা মজ্জা-মগজ রো্জই দিচ্ছে ক্ষয়ে
বাহির জগত খুব সুন্দর দেখো দৃষ্টি ফেলে
চারদেয়ালের কাব্যে কি আর জীবন গন্ধ মেলে
বন্ধ ঘরের জানলা দিয়ে যতই আসুক আলো
মেঘে ঢাকা- বৃষ্টি বিধূর- আধো আলোও ভালো
ঝুল বারান্দা, বিশাল টেরেস কিংবা খোলা ছাদ
অায়েশ গুলোর আড়ালেই তো অদৃশ্য ফাঁদ
ধানের ক্ষেতে সবুজ মাঠে
সোঁদা হাওয়ার গন্ধ জোটে
ধীরে ধীরে গড়া আপন বৃত্তে তা মেলে না
ঘরের বাহির হলেই মেলে সহজ খাঁটি সোনা।
কাচের চুড়ি, হাতের ঘড়ি
উড়াতে চাই হাতের তুড়ি
বহির্জগত না দেখে কেউ জীবনটা পাবে না
নিয়ম ভেঙ্গে অনিয়মের হোক না আনাগোনা।
হয়তো দেখব এক সকালে নাঙ্গা সবল পায়ে
নৌকা ভাসায় অচিন খালে ধূসর বরণ গায়ে
হয়তো কোন শীতের রাতে জুবুথুবু কাঁথায়
বুলিয়ে দিচ্ছে স্নেহের পরশ দুঃখী কোন মাথায়
হয়তো দেখব অচিন গ্রামে না হয় নিজের গাঁয়ে
খুলেছে এক চিকিৎসালয়, সহানুভূতির দায়ে
যা খেয়েছ যা ফেলেছ নষ্ট যা করেছ
সে সব দিয়েই কত জনের আশীর্বাদ পেয়েছ
এসব তোমার চাহিদা নয় আপনি এসে গেছে
নিখাদ ভালো বাসার কাছে আপনি ছুটে আসে
অলৌকিক এক ভাবনা তোমার মহৎ হয়ে যাবে
তোমার চিন্তা তোমার জীবন নতুন করে দেবে
এসব তোমার নিজ কৃতিত্ব নিজস্ব সম্ভার
তুমিই পারবে ভেঙ্গে ফেলতে জীর্ণ এ দরবার
তোমার পথই তোমার জন্য আনবে সূর্য দিন
সেলুট জানায় এ ভাবনাকে মানুষ চিরদিন।


বট ও পাকুড় (অগত্যা)/ঢাকা।
২৭ জ্যৈষ্ঠ ১৪২৩/শুক্রবার/১০ জুন ২০১৬।