১.


ধীরে বৎস ধীরে টানো, ছিঁড়ে যেতে পারে
অনুভূতির যন্ত্রগুলোও ভোঁতা হতে পারে
ভয় ভয় এক বিভীষিকার অন্ত যদি হয়
তোমাদেরই ক্ষতি হবে পিছিয়ে যাবে জয়।


আজ এখানে কাল ওখানে মরছে মানুষ, যেন
মানুষ-টানুস নয় রে তারা হিন্দু বৌদ্ধ জৈন
মুসলমান বা পাক-তুরস্ক হলেই বাঁচতে পারো
এই পৃথিবী গিলে গেছে অটোম্যানের গেরো।


নর্থ মেরুতে আইস ক্যাপটা জলদি যাচ্ছে গলে
সৌর তাপের প্রতিফলনটা হঠাৎ বন্ধ হলে
কিংবা যদি এই পৃথিবীর উনুনের তাপমান
দুই মাত্রা বাড়লে রক্ষা করবে অটোম্যান?


বরফ গলবে, বেড়ে যাবে সাগর জলের তেজ
কমে যাবে জীব বৈচিত্র্য জলজ প্রাণের লেশ
ভেঙ্গে যাবে মিথেন গ্যাস বা জীবাশ্ম জ্বালানী
হিমেল পরশ হারিয়ে যাবে এমন জিন্দেগানী।


...........................................(অসমাপ্ত)
বট ও পাকুড় (অনড়)/ঢাকা।
২৯ জ্যৈষ্ঠ ১৪২৩/রবিবার/১২ জুন ২০১৬।