মেঘের গায়ে রোদের সফেদ সোনা, উপচে পড়া রূপ
ক’জনের চোখ দেখতে পারে সেটা, কার আছে সে চোখ!
সে পারে যার দৃষ্টি আকাশপ্লাবী,
মেঘের মতো মনের বিস্তারণ
সে পারে যে আলোর পথে থাকে
আলোর সাগর করে সন্তরণ
মেঘ-রোদ্দুর আকাশ নীলের হাটে, মনের মুক্তি হবে
ঝরিয়ে বৃষ্টি বিষের প্রলেপ মুছে, আলোর সকাল পাবে।


বট ও পাকুড় (আলাপন)/ঢাকা।
০৩ আষাঢ় ১৪২৩/শুক্রবার/১৭ জুন ২০১৬।