আমাকে ক্ষমা করো, কতবার?
যতবার ভুল করবো, যদিও আদতে সেটা ভুল নয়,
ভুল কেবল তোমার বিবেচনায়, ভুল তো মানুষই করে
অবশ্য যদি মানুষ ভাবো আমাকে;
ক্ষমা চাইবো ততবার, যতবার দেবে না
ততবার চা’বো, চাচ্ছি, ক্ষমা দিতে হবে তোমাকে
কারণ মানুষই পারে ক্ষমা করতে, পারে ক্ষমা চাইতে।
ক্ষমা করে দিতে পারো একান্ত অনিচ্ছায় হলেও।


বুঝিনি এই টুকুর জন্য
অন্যের কাছে শুনতে হবে মিষ্টি কথার খোঁটা
অথবা জড়িয়ে যেতে হবে
অসংখ্য লজ্জার অবিরাম জালে;
অথচ এসবের কোন প্রয়োজন ছিল না,
তুমি মুখ ফুটে অনায়াসে বলতে পারতে
‘‘তুমি আরেকটা রিক্সা নাও, তারপর চলো
একসাথে পাশাপাশি গল্প করতে করতে যাই’’
কিন্তু তুমি বলো নি।
তুমি এক ঢিলে দু’টো পাখিকেই মেরেছ আর
ধিক্কারের কঠিন পাথরে ঠুকে দিয়ে ধরাশায়ী করেছ
প্রেমাতুর এক যুবকের চব্বিশ ফাগুনের অহংকে।


যদি ক্ষমা দাও এই ভুল আরো করবো আমি
তারপর ভুলে যাবে হয়তো ভুল করতে...
ক্ষমা না করলে ভুলের কক্ষপথেই ঘুরব আজীবন।


বট ও পাকুড় (ফিরে দেখা)/ঢাকা
০৭-১০-১৯৯৩/রাত ১০.৪৫/সূসেহ/ঢাবি
১২ আষাঢ় ১৪২৩/রবিবার/২৬ জুন ২০১৬।