বাঁকী কথা আজ আরো পরে হবে, আকাশে মেঘের কালো
বৃষ্টির খুব নিকটে দাঁড়িয়ে, উপভোগ করা ভালো
সারাটি রাত্রি ফুটপাতে দাঁড়া, ঝড়ো হাওয়া আসি আসি
ভোরের আলো আসবে কখন, আলোকেই ভালোবসি।


আঁধারের কালো শতছিদ্র, আলোর রশ্মি দেখি
যদিও সকাল মেঘে ঢাকা আছে রয়েছে মেঘের রেকি
ভয় করি না, কেটে যাবে সেটা তুচ্ছ ব্যবহার দোষে
সূর্য যখন আলোক ফেলবে কালো মুখে ঝামা ঘষে।


বৃষ্টি হোক বা না হোক সেটাতে আমার যায় আসে না
ভোরের হাওয়া নির্মল অতি, কালো তাতে বাঁচবে না।


বট ও পাকুড় (অভাবিত)/ঢাকা
১৭ আষাঢ় ১৪২৩/শুক্রবার/০১ জুলাই ২০১৬।