কেমন অাছো, ভাই, বন্ধু, সুহৃদ সবাই?
শান্তির ঝরণা ধারা ধরুক, জুড়িয়ে দিক
তোমার পদতল, ইসলাম ইসলাম।


কেমন চলছে ইসলামিস্ট মুভমেন্ট?
দেখছেন তো আপনার ছেলের হাতে ঝরছে
আপনার ভাইয়ের লাল টকটকে রক্ত
সবুজ বাংলার বুকে, নগরে-বন্দরে-নিভৃত পল্লীতে!


দূরে থেকে দাঁড়িয়ে দেখবেন, বিশপ মরছে, ভিক্ষু মরছে
নিরাপদ দুরত্বে দাঁড়িয়ে দেখবেন পুরোহিত মরছে
মরছে নাস্তিক, শিক্ষক বা আলাউদ্দিন খাঁর প্রতিষ্ঠান?
ভাববেন, খুব বেঁচে গেছেন, নিজের গায়ে তো
আঁচড়টি লাগেনি, তবে কেন এসব নিয়ে ভাবা? বলা?
এই ভালো নিরাপদ দুরত্বে চলা।


ছেলেটি মসজিদে যায়, মেয়েদের দিকে তাকায় না
নিয়মিত নামাজ পড়ে, হাদীস কোরানে অশেষ শ্রদ্ধা
মাঝে মাঝে নাকি চিল্লায় যায়....জানেন কি
ছেলে আপনার কোথায় চলে যায়, কোথায়?


ভাবছেন বিধর্মী মরছে, বিদেশী মরছে.....আমার কি!
ভেবেছেন কি যারা মরেছে, তাদের পরিবারের সদস্যরা
আপনার প্রতি-আমার প্রতি-মুসলমানের প্রতি
কেমন ধারণা পোষণ করছে, সুযোগ পেলে তাদেরই
কেউ যদি একইভাবে হাতে তুলে নেয় মোক্ষ বাণ!


ভেবেছেন কি, আজ যে স্লিপার সেল নামের
সম্মোহনী এক নেশায় বুঁদ, সে কিন্তু একদিনে তা হয়নি।
আপনিই তাকে সে পথে ধাবিত হবার সুযোগ করে দিয়েছেন,
এখন সে ধর্ম থেকে নেক দূরে......নিকষ অন্ধকারে,
এই পরিণতির জন্যই কি ছেলেকে লালন-পালন করেছেন?


করতল বাড়িয়ে দিন, ফিরিয়ে আনুন আপন পায়রাকে
তুলে দিন নির্বিষ দানা প্রিয় পায়রার নিষ্পাপ ঠোঁটে।


বট ও পাকুড় (অভাবিত)/ঢাকা
১৮ আষাঢ় ১৪২৩/শনিবার/০২ জুলাই ২০১৬।