আমার বাড়ি আইও ভ্রমর, বসতে দেব ফুল
মধুর বদল গরল পাইবা ফুটাও যদি হুল
গুনগুণিয়ে গান করিবা বলব না কিচ্ছুটি
কিন্তু যদি গায়ে বসো বন্ধ করবো মুঠি।


শীত পেরিয়ে গীত শুনায়ে পৌষ চত্তির গেলে
আমিও কিন্তু হাসুম খেলমু বোশেখ আমের বোলে
সব পার্বণ পালার শেষে গাছের গহীন ডালে
বাইন্ধো তোমার মৃচ্ছগৃহ পাতার অন্তরালে।


বাচ্চা দিও, কাচ্চা দিও, দিও মুখের গানা
কদিন বাদে তারাও ভ্রমর হইব সেইত জানা
তবুও তোমার দাওয়াত ভ্রমর, নিবিড় বৃক্ষ আমি
আছে আশ্রয় সঘণ ছায়া, পাতার সরসরানি।


আমার এঘর বনের মতোন মনের মতোন হিম
অচীন বনের বাদাড় ফুঁড়ে আমি বৃক্ষ নিম
ফলে মধু পাতায় যাদু হাওয়ায় বিষের মরা
আমার বাড়িত আইসো বন্ধু হও যদি পথ হারা।


বট ও পাকুড় (নিম)/ঢাকা।
২৬ আষাঢ় ১৪২৩/রবিবার/১০ জুলাই ২০১৬।