অচিন খামে পত্র পাবি অচিন বর্ণে লেখা
চিঠির ভাষা বুঝলে বাছা মুক্তি মিলবে শেষে
একটি চিঠি দুইটি চিঠি আসবে অনেক ক’টি
অবহেলায় না দেখলে চিঠির কি যায় আসে!


সবার আগে চোখের দৃষ্টি সঙ্গে চিনির ভার
চিনির সঙ্গে হৃদয় জুড়লে ষোল আনাই পার
ভাংতে চিনি ছিনিমিনি লিভার বেগড়বাই
শরীর শুদ্ধ করতে চাইলে বৃক্কটাও পাংচার।


আসবে চিঠি সময়মত দেখা দায়টা তোর
না দেখলেও বিদায় ঘন্টা বাজবে সময় মত
তাড়াহুড়া করার চেয়ে ধীরে সুস্থ্যে ভেবে
গুছিয়ে নে তোর দস্তুরখান পুঁজি-পাট্টা যত।


আরশাদ ইমাম//সেই এক ঢাকা।।২৬ আষাঢ় ১৪২৩/১০ জুলাই ১৬।