সেই সময়টি আবার ফিরে এল ঘরে
দুর্দান্ত প্রতাপ ভ’রে, যেমন প্রতিবছর আসে।
আমাকে ভাসিয়ে নেয়, আনন্দ, সাফল্য, হতাশা
আর নিদারুণ দুর্বিপাকে, নিয়তি মুচকি মুচকি হাসে।


যখন পিতা হলাম, তখনই পিতা হারালাম
সবই ব্যক্তিগত রোজ নামচা, কবিতা নয়
জীবনকে ঝেড়ে-মুছে, পেলে পুষে বড় করে আবার
মৃত্যুর অমোঘ নিয়মেই চির শয্যায় শয়নের চিরগাথা।


পৃথিবী নতুন নিয়ম গ্রহণ করবে পুরনোকে পাশে রেখে
যারা বুঝতে পারে না, প্রস্তুতিহীন প্রস্থান তাদের কাছে
আসে, ফিরে যায় অমূল্য একমুঠো বায়ু থলেতে ভরে
পিতা ও পুত্র পারস্পরিক সম্পর্কের পতাকা তবুও ওড়ে।


অভিজ্ঞান-৬
০২ আগষ্ট ২০১৬/মঙ্গলবার/১৮ শ্রাবণ ১৪২৩/ঢাকা।