এক স্বপ্নে দুই পা রেখে আরেক স্বপ্ন বাঁধি
ভাঙ্গা চাঁদের এক আকাশেই স্বপ্নসৌধ গাঁথি
বুকের ভিতর দুরু দুরু শংকা সারা বেলা
আজব খেলের এই জীবনে জীবনমৃত্যু খেলা।


স্থবিরতা পায়ের নিচে, অসাড় অসাড় বোধ
জানি না কে এই জীবনে নিচ্ছে প্রতিশোধ
হাত চালিয়ে সাঁতরে বাতাস করি সঞ্চরণ
যদিও চলে হাত-পা দেহ অবশ আপন মন।


এসব পাহাড় উতরে গিয়েই ছোঁব স্বপ্নচূড়
এ বিশ্বাসই বসত গড়ুক, বাঁধি মনের জোর
নিজের হাতে নিজের মতো গড়তে পারি যদি
সোনার বাংলা, সবুজ মাটি ধোয়া জলের নদী।