এসেছে শরত হাওয়ার পরত সারাদেহ তোলপাড়
মগজের ঘরে জ্বলছে উনুন সুখ-ভাব জেরবার
চলছে শরত, সুরুয বলছে বোশেখ জ্যৈষ্ঠ্য গাথা
পুড়ছে চামড়া, গলছে চর্বি, ছোট চুলে ঢাকা মাথা।


আমাদের কাল এমন যদিও তোমাদের কালে এটা
হয়তো দেখবে উড়ছে বালুকা পথে ঘাটে মরুকাটা
আম জাম সব আসবাব হয়ে এসি ঘরে শুয়ে আছে
বাওবাব গাছে ফুটেছে পুষ্প দখিন জানালা কাছে।


শত শত ক্রোশ পার হয়ে তুমি পানির পাত্র আন
যদিও তোমার হ্যালোজেন যানে দুঃখ ছোঁয় না কোন
নদীগুলো সব নহর হয়েছে, শরাবন তহুরাতে
বন্ধু বা পাঠি, হয়ে পরিপাটি, তৃষ্ণা মেটায় তাতে।


আজকের দিনে সংগ্রাম নিয়ে ব্যস্ত আমার মন
তোমাদের কালে হয়তো তখন গিলবে সুপার ডোম
আকাশ যেখানে খুব নীল হবে কালি ধুলা তাপ ছাড়া
তোমাকে দেখাবে ষড়ঋতু মুভি বিষ্ময়ে চোখ ভরা।


আজকে আমাকে সময়ের জ্ঞানী বোকা গোবেচারা বলে
তোমাদের কালে শিশুরা বাড়বে জ্ঞানভারে অবহেলে
অামাদের মাথা আয়তন বলে বোঝেনি যে জ্ঞান-কথা
তোমাদের শিশু অতি সহজেই হয়তো বুঝবে সেটা।


তবুও তোমরা বাওবাব হয়ে বেড়ে উঠে হও বড়
শুধু আমাদের বাংলাদেশকে পৃথিবীতে তুলে ধরো
রক্ষা করবে মাটি ও মানুষ, ভালো হয়, আদি রূপে
তোমরা দেশের ভবিষ্যত, ভালোবেসো বুক পেতে।