বছর ঘুরে এল ফিরে, সময়টাকে কোমরে জড়িয়ে
পুরনো আঙ্গিনাতে, সেই পুরনো গুল্মলতা মাড়িয়ে
নয় সে নতুন মোটে, পুরাতনও নয়, আসলে রূপ বদল
নিজের খোলসটাকে খুলে ফেলে সেই আদলের আদল।
সে আমার খুব আপনার আপন, অস্তিত্বের অহনা
বছর ঘুরে ফিরে এল সেই হৃদয়ের একটুকু ভাবনা।


কতবার তার সাথে আসরে বসে অভিমানে উঠে গেছি
ঝগড়াতে মেতে তার সাথেই ফের মিতালী পেতেছি
নাগপুষ্পের মতো ফণা তুলে ভয় দেখিয়ে আলগোছে
নুয়ে পড়েছে বয়েসী কোলের উপর পরম আয়েশে
পঁয়ত্রিশটি বছর সে এমন আহামরি ব্যবধান কিছু না
বছর ঘুরে ফিরে এসে আলোকিত করেছে বিছানা।