তোমাকে যা ভাবছি আমি তুমি তো তা নও আসলে
তোমাকে যে চোখে দেখি দিয়েছ দেখা সেই রূপেতে
যা বলেছি তোমার স্বরূপ কে বলেছে সেটাই তুমি
নিজের মনের সকল রং এ গড়েছি এই কল্পভূমি।


নিজের মনের নির্দেশনায় যে আদলটি আঁকছি আমি
ধারে কাছে কোনখানেই কোত্থাও নেই ছবির তুমি
নিজের গড়া বিভ্রমেতেই কেটে গেছে অনেক বেলা
ডোবার কালে সূর্যটাকে জড়িয়ে তাই ধরছি গলা।


আয় রে আয় অস্তগামী আবীর রাঙ্গা গোধূল বেলা
আয় তোরে কই দুইটা কথা হয়নি যেটা আগে বলা
মরেই যখন যাচ্ছি চলে এমনই এক সন্ধ্যা সাকার
শব্দগুলো জানিয়ে গেলাম ভুল যা ছিল সবই আমার।।


১২ সেপ্টেস্বর ২০১৬, সোমবার, ঢাকা। ভোরের আকাশ।