মাটির গন্ধ মাখা কিছু শব্দ, সোদাঁ গন্ধের কিছু অনুভব
পরিয়ায়ী পাখির ডানায় ভর করে অাজ
নভোনীলের নকশা কাটছে, সতীর্থদের, শুভানুধ্যায়ীদের
প্রিয় মাতৃভূমির সকল আঁকিবুকি এক মলাটে আবদ্ধ করে
রেখে দিয়েছেন প্রিয় বাংলার মুখ উপহার।


বাতাসের ফিসফাস, হাওয়ার গুঞ্জন, ফিরে আসুক নতুন
প্রবাহ নিয়ে, শব্দ আবার  নতুন শরীর নিয়ে অঙ্কুরিত হোক
মাটির সৌরভে বিমোহিত হোক নদী জল, পল্লব।
পুনরুত্থানের প্রার্থনা আর পুনরুজ্জীবনের সুর ধ্বনিত হোক
মলাটের অভ্যন্তরস্থ প্রতিটি পৃষ্টায়।


পাদ টীকাঃ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক শ্রদ্ধাস্পদেষু এর জন্য নিবেদন।