এক জীবনে অনেক জীবন এক দুই তিন চার
কোন গলিতে হারিয়ে গেল হদিশ পাইনা তার
ছিলাম বন্দী মায়ের গর্ভে বাঁচার আরেক নাম
তার সাধনায় এই পৃথিবীর হাওয়ায় উড়ল খাম
নীল এক চিঠির মতন প্রেমে বাবা মায়ের মন
সংসারে সব কাজের ভারেও সজাগ সারাক্ষণ
পেশা খোঁজার যুদ্ধে সামিল হবার সময় এলে
মুক্ত জীবন নিজে থেকেই আটকে পড়ে জালে
বেকার কালের সময়টাকে রেকার দিয়ে টেনে
ডাম্প করেছি দুঃসময়ের সড়ক বেয়ে এনে।
পেশাজীবন ছিল স্বাধীন মনের উড়াল বেলা
সে জীবনও আটকে গেল ঘেরাটোপের খেলা
নতুন নতুন বৃত্ত আঁকি নতুন নতুন রেখা
তার ভিতরে সেঁধিয়ে জীবন পায় না অক্ষরেখা
তার ভিতরে মনের কোণে জ্বলে জোনাক বাতি
বন্দী মানুষ চলছি গেয়ে মুক্তির আরতি।
মুক্তি মেলে? না মিলে না, সুদূর পরাহত
তবুও আশা বুকের মাঠে জন্মে অব্যাহত।
তৃতীয় এক জীবন এসে দাঁড়ায় ব্যালকনিতে
প্রজাপতির ডানার নাচে অরূপ নৃত্য গীতে
এই জীবনে হাতছানি দেয় হরেক সফল গাথা
পালায় সেটা খুব শীঘ্রই গুটিয়ে যায় ছাতা
ভগ্ন স্বাস্থ্য, চিনির প্রকোপ, হৃদয়ে টান পড়ে
স্বাধীন জীবন হারায় ছন্দ হাসাপাতালের ফেরে
মানতে চায় না, তাতেই বা কি, জীবন আপন তালে
ছুটতে থাকে পিরামিডের অপর পারের ঢালে
নামছে এখন জীবন শকট প্রস্তুতির এ বেলা
এই চলাতেও স্বাধীন থাকতে খুঁজি স্বপ্ন ভেলা।


আয়রে সখি জনম দুখী আমার মতন যারা
তোদের জন্য আজকে আমার জীবন নামতা পড়া।


১৬ সেপ্টেম্বর ২০১৬//শুক্রবার//০১ আশ্বিন ১৪২৩//ঢাকা।