জীবনে অনেক কিছুই হবে, প্লেট ভরা খানা, বুক ভরা ধোঁয়া
বিকেলের বাগানে খালি পায়ে চায়ের কাপ হাতে পায়চারি
সবুজ ঘাসের বুকে জমিয়ে তোলা হিমালয়ের মতো ব্যথা,
ভোরের ব্যালকনিতে একরত্তি মানিপ্লান্টেও জমে ওঠা শিশিরে
সূর্যালোকের সে কী বিচ্ছুরণ! ধরা দেবে হাতের মুঠোয়।
জীবনে অনেক অসম্ভবই সহজ হয়ে ধরা দেবে সীমার ভিতরে
চার দেয়ালের ঘেরাটোপ, তৈজসের ভীড়ে হারিয়ে ফেলা
অতি দরকারী বস্তুটি, খানা তল্লাশিতেও মিলবে না সেটা;
কিন্তু অপ্রয়োজনীয় অবদমিত ইচ্ছাটুকু কর্পূর হয়েই থাকবে
শত চেষ্টাতেও ধরা দেবে না; এমন কি তার কথাটুকু
খুব আপন কাউকেও বলা যাবে না বা তারা সেটা শুনতে বা
বুঝতে চাইবে না। জীবনের সকল অনুষঙ্গ আসলে অনুষঙ্গ নয়
তার অনেকগুলোই আপাতঃ, যার সাথে মিতালী আবশ্যক না।


আরশাদ ইমাম//২২-০৯-২০১৬//বৃহস্পতিবার//ঢাকা।