কখন যেনো পা ফসকে গেছে ঝুর ঝুরে পাথুরে পাহাড়ের ঢালে
নামছি যে কখন থেকে, টেরই পাইনি। যখন বুঝতে পেরেছি পতন
তখন ঠিক তলানি পৌঁছেছে পতনের গতি, এখন স্থির হবো।
টিকে আছি, দু’পায়ে ভর দিয়ে দিব্যি দাঁড়িয়ে এই বা কম কী!


এখান থেকেই একলা উত্থানের প্রস্তুতি রচনা করছি, নিঃশব্দে
এ যাত্রায় সহযাত্রী অকাম্য, এখান থেকে আকাশ দেখছি
চোখ মেলে, কেউ পিছন থেকে চেপে ধরবে দৃষ্টি তেমনটা
প্রত্যাশা বা প্রতিবন্ধকতা রাখছি না। উপরে দেখছি স্বপ্নশিখর।


একাকী এ অভিযাত্রা খুব কি অসম্ভব? খুব কি অসম্ভব কল্পনা?
হোক তা। উঠতে হবে, নতুন পথ কাটতে হবে এটাই এখন
মোক্ষমুরতি। অপেক্ষার আর ধাতস্থ হবার সময় ফুরলো বলে।


আরশাদ ইমাম//২৫-০৯-২০১৬//রবিবার//ঢাকা।