১.


দূর সমুদ্রের হাওয়া গায়ে নোনা জলে ভেজা সারাদেহ
দেখেছি ভিতর চোখে মানুষটিকে নয় তার চেনা অবয়ব
তার চোখের অতল তলে খেলা করে স্বপ্নময় আগামী সকাল
তার বুকে শুয়ে আছে বাংলাদেশ নদীর ধারে জলের কল্লোল।
এক বিন্দু আলো হাতে দেখিয়েছে ভবিষ্যতের গতি প্রবাহ
এখন সময় নিজের কাছে প্রশ্ন রেখে জেনে নেয়া প্রতিটি প্রভাব।


আরশাদ ইমাম


সৈয়দ শামসুল হক শ্রদ্ধাস্পদেষু।


২.


স্বপ্ন লুট


খুব কষ্টের কথা, খুব হতাশার ব্যাপার
ভাবতেও সায় দেয় না মন, যদিও ভাবছি সারাক্ষণ।
দেখেছি পৃথিবীর বিস্তীর্ণ সবুজ মাঠ বা ক্ষেত
কীভাবে সোনালী হয়ে ওঠে আর ভীত হয়ে পড়ে
চুরি হয়ে যেতে পারে অনাকাঙ্খিত গৃহে
মৃত্যু অথবা আত্মদানের জন্যও একটি সুস্থান চাই।
দেখেছি ডোবা নালা খাল বিল অথবা স্রোতস্বিনী
আঠারো শতকের ভূমিকম্পে একবার গাত্রোত্থান করেে
উঁচু করে তুলেছে তলদেশ, তারপর হারিয়েছে জলরাশি,
শৈবাল, কচুরীপানা, জলকর অথবা কোন কোনটি স্রোত,
সে সব আর ফিরে পাওয়া হলো না, এমনই দুর্ভাগা,
আষ্টে-পৃষ্ঠে থাকে ভয়, পিছু ছাড়ে না তাতে;
দেখেছি বাংলাদেশ বা তার জন্ম, যমুনার বুকে সেতু বা
তদ্রুপ কত কিছু--পরিকল্পক বদলে যায়, বদলায় মানচিত্র
চুরি হয়ে যায় মাথা অথবা চিন্তার উৎস, কী ভয়!


এ এমনই এক মৃত্তিকা যার বুকে স্বপ্ন চুরিরও ভয়।
এ এমনই এক সময় যেখানে স্বপ্ন ভূমিষ্ঠ হওয়া মাত্রই
যাবতীয় নিরাপত্তা চায়, লুট হবার আশংকা ছেয়ে যায়।


আমার ব্যক্তিগত স্বপ্নকে একদিন দেখেছি
পড়শীর বারান্দায় টানানো তারে দাঁড়কাক
আমার হারানো স্বপ্নকে দেখেছি একদিন
অচেনা কোন টবে বেশ পাতা ছড়াচ্ছে, অন্যরকম রঙে
আমাকে দেখে অভিমানে যেন মুখ ঘুরিয়ে নিল
না, কল্পনা নয়, একদিন ঠিক শুনেছি,
শুনেছি কেমন বেসুরো কণ্ঠে বলছে টেরেসের ইতিহাস
যেন এইমাত্র জন্ম হলো, এখনো হয়নি নাড়ী কাটা তার!
সেদিন বুঝেছি চুরি হয়ে যায় সব এখানে
এই মৃত্তিকা এখন চোরদের উর্ব্বর ব্রীডিং ফিল্ড।
আমাকে খুঁজতে হবে অন্য মাটি-ঘাস-বাতাস
বাঁচতে হলে শিখতে হবে নতুন স্বপ্নে নিত্য বসবাস।


আরশাদ ইমাম