তোমরা যা কিছু দিব্য চোখে দেখছ প্রতিটি ক্ষণ
চোখের পানির নীল ধারাতে বইছে সারা জীবন
অশ্রু ঝরেছে কারবালাতে সীমারের ছুরি হাতে
রক্ত ঝরেছে ইমাম হোসেনের ছিন্ন মস্তা হতে।
সেইটা ছিল রাজনীতির এক ঘৃণ্য কুটিল খেলা
পেরিয়ে এসেছি সহস্র বছর, গড়িয়ে গেছে বেলা
এখন সময় শুধরে নেয়ার, সংশোধন কি দেখি?
একই ক্ষতের নতুন মূর্তি আজও দেখছি না কি!


তার মহিমায় ছেয়ে আছে অবাক একটি দিন
দশ তারিখেই হয় সৃজিত সাত আসমান-যমিন
মহররমের দশ তারিখেই এই পৃথিবীর শেষ
রোজ কিয়ামতে ধ্বংস হবে হাদিসের নির্দেশ।
আদম নবী জন্ম নিলেই এই তারিখের ঘরে
মহাপ্লাবন শেষে নূহ’র জুডিতে নাও ভেড়ে
এই তারিখেই নীল নদেতে ডোবে ফেরাউন
বেঁচে গেছেন মুসা নবী আল্লাহ্‌ তালার গুণ।


এই দিনেতে দাউদ নবীর তাওবা কবুল হয়,
নমরূদের আগুন থেকে ইব্রাহীম ছাড় পায়;
আইয়ুব নবী মুক্তি পেলেন কঠিন ব্যাধি থেকে
ঈসা নবী ঊর্ধ্বাকাশে জায়গা পেলেন শেষে।
এমন মহান দিনেও যাদের হুঁশ ফেরে না মোটে
তাদের ভাগ্যে ইতিহাসের নিগ্রহই জোটে।
আরও রক্ত না চাইলে সাবধান হও আজই
নিয়্যত করো দিব্য জ্ঞানে, অাল্লাহ্‌ সদাই রাজী।


এস, এম, আরশাদ ইমাম//অসংলগ্ন সময়
১২ অক্টোবর, ২০১৬/বুধবার/২৭ আশ্বিন ১৪২৩/ঢাকা।