কোথায় বাস হে কবি তোমার
ঘরখানি য্যান কোথা?
কোথায় তোমার কাজের কড়ি
মেলে শীতের কাঁথা!
কোথায় বসত গড়ে তুমি
কোথায় ভাসাও নাও?
কোন দেবতার আরাধনায়
প্রাণের পদ্য গাও!
সে সব জানা কঠিন শপথ,
নেবার সাধ্য নাই
সহজ পাতায় শব্দ লিখেই
সত্য জানতে চাই।
সে সত্যকে যে সত্যকে
জানাতে চাও তুমি
যে সত্যটার মুখোমুখী
এখন জন্মভূমি!
প্রতিটি দিন একটু করে
ভিজছে মনের মাঠ
এখন সময় মুছতে হবে
বিফল অশ্রুপাত।
একেই বলে গোপন রুধির
রুখতে হবে তাকে
ও হে কবি আবার জাগো
সময় আসার আগে।


আরশাদ ইমাম//১৩ অক্টোবর ২০১৬//বৃহস্পতিবার//ঢাকা।