বাবা স্বপ্ন দেখেছিলেন প্রথম হতে হবে
প্রতিটি ক্লাশে, প্রতিটি রেসে এবং প্রতিটি ক্ষেত্রে;
তাঁর স্বপ্নের পতাকা উড়ানো ছিল সক্ষমতার চেয়েও
অনেক উঁচুতে, সেখানে যাবার কোন মই বা সিঁড়ি
অথবা লিফ্‌ট বা বেলুন আমার আয়ত্বে ছিল না।


বাবা স্বপ্ন দেখেছিলেন আমাকে উঠতে হবে
অনেক উঁচুতে, উঁচু স্তরে এবং ক্ষমতার শীর্ষের কাছাকাছি
যেখানে পৌঁছলে তাঁকে আর অন্যের মুখাপেক্ষী
হতে হবে না, হবে না অন্যের কাছে ক্ষুদ্র, তিনি
হতে চেয়েছিলেন স্বাবলম্বী কর্মে চিন্তায় এবং স্বপ্নে।


কিন্তু তিনি ভর করেছিলেন দুর্বল সাধকের উপরে
সিদ্ধিলাভের জন্য, আসলে সাধনা আমার সাধ্যে ছিল না।
ভুল লাঠিতে ভর করে তিনি চলতে ছেয়েছিলেন
কঠিনতম পথে, পড়তে পারেন নি কালের দুর্বোধ্যতম পাঠ।


আরশাদ ইমাম/একমেবা দ্বিতীয়ম্‌
১৪ অক্টোবর ২০১৬/২৯ আশ্বিন ১৪২৩/ঢাকা।