তুমি আমার বন্ধু, তার মানে ই নয় যে আমার সকল কাজে,
মতে, চিন্তায় তোমার ঐকমত্য থাকবে, তুমি হবে
একই ভাবনার অনুসারী, একই পথের পথিক,
বরং তোমার মতভিন্নতা আমি সমর্থন করবো এবং আমারটিও তুমি।


কিন্তু এর মানে এই নয় যে, তুমি আমার বিপরীত চেতনার
অনুসারী হয়েও, বিপরীত মননের মানুষ হয়েও এক টেবিলে
চায়ের কাপ উজাড় করবে, মুল্যবান সময়গুলো অবহেলে
উড়িয়ে দেবে বিরুদ্ধ বাতাসে।


আমার বিপন্ন সময়ে তুমি সহায়তার কোমল স্পর্শ দিয়েছ
আমি কৃতজ্ঞ, কিন্তু এর মানে কি এই যে তুমি আমার বন্ধু?
আমার বিপন্ন সময়ে তুমি হঠাৎই অচেনার মতো হয়ে গেলে
দেখেও দ্যাখনা আমাকে, চিনতেও বড় কষ্টে তোমার
হাঁপিয়ে ওঠার দশা-তবে কি তুমি আমার বন্ধু?


তোমার যাবতীয় ব্যক্তি বহির্ভূত কর্মকান্ড
আমার ভাবনার বিপরীত হলেও ব্যক্তিখাতে তুমি খুবই সহমর্মী
তোমার প্রতিটি পদক্ষেপ যদি আমার দেশপ্রেম ও রাষ্ট্র চেতনার
পরিপন্থী হয়, কিন্তু পারিবারিক ও সামাজিক বলয়ে
তুমি আমার প্রতিদ্বন্দ্বী না হয়ে সহযোগির রূপে আবির্ভূত,
তুমি কি আমার বন্ধু? তোমার সঙ্গে কি আমার বন্ধুত্ব চলতে পারে?


বড় দ্বিধায় ও সংশয়ে চলছে আনফ্রেন্ড কর্মযজ্ঞ
প্রশ্নগুলোর সঠিক জবাব দেখাতে পারে নতুন আলোকবর্ষ।


তারপর ক্রমশঃ ছোট হয়ে আসে পরিধি, খোঁজ খবর কমে আসে।
ভোরের ক্ষীণকায়া শিশিরের বুকে জমে থাকা এক ফোঁটা পানির মতো
কমে আসে জমে থাকা স্মৃতির আন্দোলন, পরীক্ষাটা বেশ কঠিন
বন্ধুত্বের রেশ মিইয়ে আসে। তবে কি যে বা যারা বন্ধু হয়েছিল
যে বা যারা বন্ধু রূপে ছিল, বা বন্ধুর মতো ছিল
প্রয়োজন অথবা বাস্তবতার ঘা সেটাকে প্রত্যুষে ফোটা
ফুলের মতো পড়তি বেলায় মিইয়ে আসা দেখে!


এ মরু সাগর পাড়ি দেবার পর নিশ্চয়ই মরুদ্যান পাবো!
নিশ্চয়ই দুধের মাছিরা উড়ে যাবে, নির্যাসে পড়ে থাকবে মধু,
বন্ধুতা যেন সেই মধুসিঞ্চিতই হয়।।


আরশাদ ইমাম//জলবৎ তরলং
২৫-১০-২০১৬//শনিবার//৩০ আশ্বিন ১৪২৩//ঢাকা।