ফিকে হয়ে আসে আলো, বাতাসে পোড়া গন্ধ
আধিভৌতিক এই শহরে আর কিছু পরে
নিষ্প্রাণ সূর্যাদয় হবে, পান্ডুর আলো মাখা সূর্য
সয়লাব করে দেবে প্রিয় অন্ধকার
একাকার হয়ে যাবে রক্ত, স্বেদ, তৈল ও অশ্রু।


হঠাৎ হল্লা ওঠে দ্রুত অপসৃয়মান ছায়ার মাঝে
চঞ্চলতা দেখি.....কারা যেন কার পিছু ধাওয়া করে
কারা যেন সারি ভাঙ্গা পিঁপড়ের মতো
এলোমেলো....বিভ্রান্ত হয়ে যত্র-তত্র ছুটতে থাকে।


না, আর কোন রক্ত চাই না, চাই না মৃত্যু কোন
ঘাতকের মতো প্রতীক্ষা নয়, একটি হত্যার নেশায়
সময় পেরোনো নয়, জীবন বাঁচানোর জন্য’
এ প্রহরাই এখন জীবনে সবচেয়ে প্রযোজনীয়-মূল্যবান।


ভোরের অালোয় একদল মানুষ এগিয়ে আসে,
নারী ও পুুরুষ, সশস্ত্র, আমার সহযাত্রী।
তাদের মাঝে নেকাব ঢাকা গোটা কতক ছায়া-মুখ,
চোখ দেখা যায় শুধু-এসব পরিধেয় আমার চেনা
না আমার সহযাত্রীরা এসব পরিধান করে না।
তাহলে কারা তারা? ভোরের আলোর সাথে
নেকাবের মুখ উন্মোচিত হয়--কালো বা কাঁচা-পাকা দাড়ি
নেকাবের আড়ালে ঢাকা নীল চোখের বিকৃত পুরুষ।
তারা আইএস যোদ্ধা-দ্রুত পলায়মান এবং ধৃত।
তারা পালাচ্ছে কিরকুক থেকে, পালাচ্ছে মসুল আলেপ্পো থেকে
রাক্কার আকাশ-ভূমি,সীমারেখা তাদের জন্য এখন আর নিরাপদ নয়,
পলায়নপর সত্যের পিছনে ধাবমান ধুলোর মেঘ।


হুড খোলা গাড়ীর বহর হাঁকিয়ে, মরুর ধুলো উড়িয়ে
অস্ত্র তাক করে যারা একদিন এসেছিল
ধর্মীয় ধ্বজা উড়িয়ে বীর দর্পে দাম্ভিক পুরুষের বেশে
যার কাছে লুকানো পুরুষতন্ত্রের গোপন মৃগনাভীর গন্ধে
সারা পৃথিবী থেকে ছুটে এসেছিল কিশোরী, তরুণী
যুবতী নারী, একা বা গ্রুপে, কেউ তাদের ডাকে নি
তারা ছুটে এসেছিল অনাহূত হয়ে, আপন তাগিদে
তাদের সাথে মিলিত হতে, তাদের সন্তানের মা হতে;
কেউ কেউ এসেছিল সপরিবারে-খোরাসানী ধর্মের জোসে;
এইসব নারী বা পুরুষ পরস্পরকে ভালবাসেনি,
ভালো বাসতে তারা শেখেনি, ভালবাসতে পারেনি,
বরং তারা কেবলই যৌন-সাথী হয়েছিল, পেয়েছিল;
ভালোবাসা বড় ঘৃণিত প্রপঞ্চ তাদের কাছে, অচ্ছুৎ;
পাশবিক ক্ষুধার পরিসমাপ্তি তাই ছুটে আসা এসব নারীর
বাজারমূল্য বাড়িয়েছে, রশি-বাঁধা পশুর মতো
বিক্রি হয়েছ-নারীর হাটে, লুটের অর্থ/পেট্রো-ডলার এসে
কিনে নিয়ে গেছে তাদের আরেক মূল্‌কে, আরেক খিলাফতে
যৌন ক্রীতদাসী হিসেবে, যেখানে ইসলাম নেই,
ইসলামের নামে আছে শুধু কালো আলখেল্লা,
আছে বুকের ভিতরে জমানো জমাটবদ্ধ অন্ধকার।


এইসব আইএস পুরুষ যোদ্ধারাই আজ নিজেকে ঢেকেছে
নারীর নেকাবে, ময়দান ছেড়ে পালাচ্ছে দিগ্বিদিক।
কুর্দী নারী, ইয়াজিদী নারীর হাতে আজ তারা ধরা পড়া মাছ।
ধীরে ধীরে নামছে শ্বাপদের পতাকা ইরাক থেকে, সিরিয়া থেকে।
নারী-বেশী পরাজিত পলাতক পুুরুষ যোদ্ধারা এভাবেই
নিশ্চিহ্ন হবে আরব ভূ-খন্ড থেকে, পৃথিবী থেকে! সেভ কোবানি।


২৮ অক্টোবর ২০১৬; শুক্রবার; ১৩ কার্তিক ১৪২৩; ঢাকা।