আর কত মৃত্যুর উপরে পা রেখে ভাববো, আমি স্বাধীন
আর কত তাণ্ডবের ভিতর দিয়ে কানে তুলো চোখে ঠুলি
পরে আমি বলবো, আমি ধর্ম নিরপেক্ষ, অর্বাচীন?


আমার মৃত্যুর পর শুকিয়ে যাওয়া রক্তই তো আজো
মুছতে পারিস নি, গুলিতে বিদ্ধ সেলের কতক শিক
তোদের ব্যঙ্গ করছে অহর্নিশ, অর্বাচীন এসব দেখে শিখ।


আর কত অাত্ম-প্রবঞ্চনা কুড়িয়ে নিজেকে শ্রেষ্ঠ পুরুষ
ভেবে অাস্ফালন করবি, ধর্মের নামে, আল্লাহ্‌র নামে!
তোদের কর্মকান্ডে লজ্জায় মাথা তুলতে পারি না রে বেহুঁশ।

সেই যে মারতে শিখেছিস, লাল পতাকা হাতে
নকশালবাড়ী থেকে নানা চড়াই-উৎরাই পেরিয়ে আজ অব্দি
যদিও আখেরে সবই শোনে শঙ্খধ্বনি, গোণে ঘন্টাধ্বনি
আর আশ্রয় খোঁজে অনুরূপ চাঁদ-তারার অাস্তিনের নিচে।


এ যাত্রার কোন শেষ নেই যেন, তান্ডবে সব একাকার
বাস্তবতা বলে সুদূর পরাহত, তবুও স্বপ্ন দেখি আমি আবার
বাংলাদেশে হবে আলবদর-জঙ্গী মুক্ত সবুজ প্রাণময় কাব্যসম্ভার।


আরশাদ ইমাম/০২ নভেম্বর ২০১৬, বুধবার/ঢাকা।