স্পর্শেই জাগে দ্বিধা এগোনোর পথ নেই
আস্তিন টেনে ধরে সংশয়! সে কী সেই!
পাই না জবাব তার বোবা হাওয়া বয়ে যায়
ভাষাগুলো নুয়ে পড়ে বেলাভুমে ক্ষয়ে যায়।

পাল্টায় দিন আর বাতাসের গতিমুখ
বলো না কিছুই তুমি আমি থাকি নিশ্চুপ
বেড়ে চলে বয়সের আঁকিবুকি রেখাপাত
উড়ে যায় সময়ের পৃষ্ঠার অভিঘাত।

একদিন শেষ ঘুম এসে ছুঁয়ে দেবে চোখ
ভাষাহীন মরে যাবে, কথকতা গতিপথ
এইবার বলো সব শব্দকে একসাথে
সে রাতে কি ঝরেছিল উল্কারা পৃথিবীতে!

দেখিনি তা আমি, কেউ দেখেছিল, শোনা তা
তুমি তাতে পুড়ে ছাই হলে কেন অযথা?


এস, এম, আরশাদ ইমাম\ঢাকা।
০৪-১১-২০১৬,, বৃহস্পতিবার,, ১৯ কার্তিক ১৪২৩।