হিন্দু অথবা সাঁওতাল, সকলই এক তাল
বাতাসে আহাজারির শব্দ, কখনোই মোছা যাবে না।
কী যেন হচ্ছে আজ অগোচরে
যা ঘটছে, দেখছি, আসলে তা ঘটছে না
যা ঘটছে, দেখছি না, তাই যেন ঘটে চলেছে;
শাদা চোখে পুড়ছে জনপদ, মন্দির অথবা
ভূমিপুত্র ও অনার্য্য পল্লী, যুগান্তরের বহ্ন্যুৎসব
আসলে চলছে এথনিক ক্লিনজিং
দূষিত রক্তই এখন আয়োজন করছে রক্ত শুদ্ধির।


মৃত স্বপ্ন এখন পচে দুর্গন্ধ ছড়াচ্ছে
প্রথমে নিজগৃহে, তারপর বৃহত্তর সমাজে;
যা ভাবছি সেটাই যে সঠিক তার কোন গ্যারান্টি নেই
বরং যা ভাবছিনা, উই পোকার মত তাই
কেটে সাবাড় করছে প্রিয় বইপত্র, কাপড়, দস্তাবেজ
প্রিয় মৃত্তিকার বুক ছিদ্র করে ঢুকে পড়েছে গভীরে-
এই অন্তরালের চলাচল চোখে পড়ে না।


সময় থাকতে জ্বালানো আগুন নেভাও
ঘর পুড়লে আলু খাবার লোকের অভাব হবেনা, কিন্তু
আগুন নেভানো ছাইয়ের টিকিটিও মিলবে না।


১৬ নভেম্বর ২০১৬, বুধবার, ঢাকা।